Sunday, 7 October 2018

ERP Software Development Company in Bangladesh: ERP Software in Bangladesh

ERP Software Development Company in Bangladesh: ERP Software in Bangladesh: ERP SOFTWARE IN BANGLADESH ERP  stands for  Enterprise Resource Planning  is a  Software  that acts as the encyclopedia of business act...

ERP Software in Bangladesh

ERP stands for Enterprise Resource Planning is a Software that acts as the encyclopedia of business activities. There are many companies providing ERP software in Bangladesh but most of the ERP software was not developed keeping core ERP functionalities in Mind.

Introducing one of the best ERP software in BangladeshXERP software developed by software engineers at Extreme Solutions. The software is a cloud-based world-class ERP Software in Bangladesh. Best for industrial production-oriented business perfectionist companies. Using by many Garments/ Textile Factories, Plastic Manufacturing Industries, Flour Mills etc.

The XERP software provides an integrated view of core business processes in real-time. The ERP Software process business resources, such as- Materials requirements planning, sales orders pipeline and delivery, LC & local purchases, warehouse & inventory, production with BOM, accounting & payroll etc. XERP is an out of box best ERP Software solution in Bangladesh, for the companies who want to implement highly dependable ERP Software system into their business operations.

Saturday, 10 March 2018

প্রকৃত ইআরপি সফটওয়্যার এর স্বরূপ সন্ধানপ্রকৃত ইআরপি সফটওয়্যার এর স্বরূপ সন্ধান

বাংলাদেশের কিছু  সফটওয়্যার কোম্পানি ERP এর ই বুঝে না ভুং ভাং মেরে ৪০/৫০ হাজার টাকার ইন্ডিয়ান ERP নিয়ে লাফালাফি করছে! অথচ আমাদের একেকটা অনলাইন প্রোডাকশন ERP ডেভেলপ করতে ৫ লাখ টাকার উপরে খরচই পড়ে। আমার ক্লায়েন্টদের অধিকাংশই এসব সফটওয়্যার ব্যাবহারের পূর্ব অভজ্ঞতা নিয়ে কাষ্টমাইজড ERP তে হাত দিচ্ছে। 

ইদানিং কোন কোয়েরি আসলে ERP কি জিনিস বেশি বলা না লাগলেও দাম শুনেই অনেকে হতাশ হন , অথচ বাংলাদেশেরই একটি কোম্পানি ৬ কোটি টাকা দিয়ে জার্মানি থেকে ERP কিনেছে যার পেছনে বাৎসরিক ব্যায় ধরা হয়েছে ২.৫ কোটি টাকার উপরে! আমাদের দেশের ইন্জিনিয়ার হায়ার করে জার্মানির কোম্পানি আবার আমাদের দেশেই তার প্রোডাক্ট বিক্রি করছে যেটি দেশে বানালে এর দাম ১কোটির উপরে পড়তই না।
 
বাংলাদেশের পারসপেকটিভে থার্ড পার্টি এজেন্ট সফটওয়্যার কোম্পানি গুলোর যেসব বিষয়ে ন্যূনতম ধারণাই নেই, কিছুটা শেয়ার করছি-

১) Quickbook/Tally/BG/Focus/Troyee এসব রেডি ERP সফটওয়্যার দিয়ে আর যা-ই সম্ভব এটারপ্রাইজ রিসোর্সেস  প্রোসেসিং কাস্মিনকালেও সম্ভব নয়।

২) ERP সফটওয়্যার বানানো যতটা চ্যালেঞ্জ এটি ইমপ্লিমেন্টেশন তার চাইতে আরো কয়েকগুণ বেশী  চ্যালেন্জ্ঞিং। সারা বিশ্বের ৭০% এর বেশী ERP সফটওয়্যার ফেইল করে ইমপ্লিমেন্টেশন জটিলতার কারনে।

৩) ক্লায়েন্টের ধরণ অনুসারে প্রত্যেকটি ERP তেই স্বতন্ত্র ফিচার থাকবে। তাই সফটওয়্যারের এজাইলিটি খুবই গুরূত্বপূর্ণ। 

৪) ERP সফটওয়্যার ২/৪ বার কাষ্টমাইজেশনে কোন কোম্পানি বিজনেস টাইপ অনুসারে ম্যাচিউর করা সম্ভব না, বরং কনটিনিউয়াস ডেভেলপমেন্টে রাখতে হয়। নতুবা এর ফিচার অতি দ্রুত অপ্রয়োজনীয় হয়ে পড়বে।

৫) ডেস্কটপ বেইজড ERP সিষ্টেমে সফটওয়্যারের পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব নয় তাই ওযেব বেইজড, সেন্ট্রালাইজড-সিকিউরড ক্লায়েন্ট এক্সেস বেইজড হওয়াটা খুবই গুরূত্বপূর্ণ।

পরিশেষে, ERP কনসেপ্ট পরিচিতি পাওয়ার সাথে সাথে সফটওয়্যার কোম্পানি গুলো একটি সাধারণ সেলস-ইনভেন্টরী সিষ্টেম কেও ERP বলে চালিয়ে দিচ্ছে। এ বিষয়টিও মার্কেটে নেতিবাচক প্রভাব ফেলছে। বাস্তবিক কথা হচ্ছে- বাংলাদেশের হাতে গুনা ২/৩ টি প্রতিষ্ঠান সত্যিকারের ERP সিষ্টেম নিয়ে কাজ করছে।