Sunday, 13 August 2017


ই.আর.পি: প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিকল্পনা এবং পরিচালনা মূলক সফটওয়্যার।
Extreme Solutions বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ দেশীয় মেধা/রিসোর্স ব্যাবহার করে ই.আর.পির মত একটি সহজ  সলিউশন তৈরি করেছে।
আমাদের দেশের মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপারদের একসাথে করে এক্সট্রিমই.এর.পি ডেভেলপ করা হয়েছে। একটা সময় বাংলাদেশের স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিদেশী সফটওয়্যার ব্যবহার করতে বাধ্য ছিল। দেশীয় সফটওয়্যারের প্রতি তাদের আস্থা কম ছিল, কিন্তু 'এক্সট্রিম সলিউশন্স তার ই.আর.পি সার্ভিস দিয়ে সে আস্থার জায়গাটা তৈরি করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এবং এরই মধ্যে বাংলাদেশের ই.আর.পি সেক্টরে সাফল্য পাওয়া শুরু করে দিয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশের প্রথম সারির কন্টেইনার ম্যনুফাকচারার ( কন্টেইনার প্রস্তুতকারক) Qpail Ltd. এর ( http://qpail.com) ২ টি প্রতিষ্ঠানে পুরোপুরি অটোমেশনের মাধ্যমে ই.আর.পি সেবা সম্পূর্ণ করা হয়েছে। যা স্থানীয় সফটওয়্যার কোম্পানিদের মধ্যে সেরা সাফল্য। এবং ই.আর.পি সার্ভিস এর দিক দিয়ে সবচেয়ে বড় অংকের চুক্তি স্বাক্ষর হয়েছে (দেশীয় সফটওয়্যার সার্ভিসের ভিত্তিতে)।  Qpail গ্রুপ সাম্প্রতিক সময় এক্সট্রিম সলিউশন্স এর সাথে তিন বছর মেয়াদী একটি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে।
এ প্রসঙ্গে এক্সট্রিম সলিউশন্সএর 'সি ই ও' আক্তার উদ্দিন ( রনি ) বলেন শুরু থেকে আমাদের প্রচেষ্টা ছিল, দেশীয় ই.আর.পি বাজারে, দেশীয় প্রতিষ্ঠান গুলির বিদেশী ই.আর.পির প্রতি আগ্রহ কমিয়ে দেশীয় ই.আর.পির প্রতি আত্ববিশ্বাসি করা’’ তিনি আরও বলেন এক্সট্রিম সলিউশন্স একটি দেশীয় সফটওয়্যার প্রস্ততকারক ও সেবা দান কারী প্রতিষ্ঠান যেখানে তরুণ মেধাবীদের মেধাকে কাজে লাগিয়ে বিশ্বমানের ই.এর.পি সেবা প্রদান করে থাকি। আমি গর্বের সাথে বলতে পারি বিদেশী নামীদামী প্রতিষ্ঠানের সেবার সাথে প্রতিযোগিতা করে আমরা টিকে আছি এবং সফল ভাবে এগিয়ে যাচ্ছি।
ভিসিট করুন ঃ এক্সট্রিম সলিউশন্স
যোগাযোগ করুন ঃ +8801817251582, +8801613987363

No comments:

Post a Comment